স্পোর্টস ডেস্ক
শেষ ১০ মিনিটের ঝড়ে টটেনহ্যামের কাছ থেকে উয়েফা সুপার কাপের শিরোপা কেড়ে নিয়েছে পিএসজি। শেষ ১০ মিনিটে ২ গোল শোধ করে পেনাল্টি শট আউটে ৪-৩ গোলে জিতে এই বছর পঞ্চম ট্রফি ঘরে নিলো তারা।
বুধবার (১৩ আগস্ট) ইতালির ব্লুনার্জি স্টেডিয়ামে ৩৯ মিনিটে কাছ থেকে নেওয়া পালহিনহার শটে বল প্রথমে পিএসজি গোলরক্ষকের হাতে ও পরে পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়ে নির্ভুল শটে টটেনহ্যামকে এগিয়ে দেন মিকি ফন ডি ভিন। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার অল্প পরে আরও একটি গোল দেয় তারা।
শিরোপা জয়ী ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পরে নেমেছিলেন আর্জেন্টাইন ফুটবলার ক্রিস্টিয়ান রোমেরো। সন হিউং-মিন টটেনহ্যাম ছাড়ায় তার কাঁধে উঠে নেতৃত্বের ভার। তিনি অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে প্রথম ম্যাচে গোলও করেন। ৪৮ মিনিটে ফ্রি কিকে উড়ে আসা বলে হেড করেন তিনি। পিএসজির নবাগত গোলরক্ষক লুকাস শেভেলিয়ের বল স্পর্শ করতে পারলে ঠেকাতে পারেননি।
এরপর পিএসজি একের পর এক আক্রমণ করেও ব্যর্থ হয়। অবশেষে ৮৫ মিনিটে প্রথম গোলটি শোধ করেন দক্ষিণ কোরিয়ান ফুটবলার লি কাং-ইন। ভিতিনহার পাসে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন তিনি। যোগ করা সময়ের ৪ মিনিটে আশরাফ হাকিমির তৈরি করে দেওয়া সুযোগ ধরে গনকালো রামোসকে গোলে সহায়তা করেন ডেম্বেলে। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে টটেনহ্যামের প্রথম শটের বিপরীতে মিস করে বসেন ভিতিনহা। পিএসজি অবশ্য এরপর আর কোনো মিস করেনি, টটেনহ্যাম করে ২টি, একটি যায় পোস্টের বাইরে দিয়ে, আরেকটি ফিরিয়ে দেন শেভিলিয়ের।
Discussion about this post