নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ব্যস্ততম একটি সড়কে চাপাতি দেখিয়ে ছিনতাই করে পুলিশের সামনে দিয়ে নির্বিঘ্নে হেঁটে গেছে এক ছিনতাইকারী এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত ১২টা থেকে সোয়া ১২টার দিকে ধানমন্ডি ৩২ নাম্বার এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা।
ভিডিও ছড়িয়ে পড়ার পরে সমালোচনার মুখে ছিনতাইয়ের শিকার ভুক্তভোগীকে পুলিশ খুঁজছে জানিয়ে তিনি বলেন, আমরা খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে লোক পাঠিয়েছিলাম। এটা গতকাল রাত ১২টা থেকে সোয়া ১২টার দিকের ঘটনা। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটা একজন সাধারণ মানুষ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৩ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বর মোড়ে ফুটপাতে অসংখ্য মানুষের মধ্যে সাদা শার্ট পরা এক ভুক্তভোগীকে একজন ছিনতাইকারী চাপাতির ভয় দেখায়। চাপাতির ভয়ে ভুক্তভোগী তার সঙ্গে থাকা ব্যাগ ছিনতাইকারীর দিকে ছুড়ে মারে। পরে ডান হাতে ব্যাগটি কুড়িয়ে বামহাতে চাপাতি নিয়ে সাধারণ মানুষ ও রাস্তায় ট্রাফিকের দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যের সামনে দিয়ে বিপরীত পাশে চলে যান ছিনতাইকারী।
এই ভিডিওটি একজন গাড়ির ভেতর থেকে করেন। এতে ভিডিওতে শোনা যায়, হাতে চাপাতি দেখি, পুলিশ কিছু কয় না।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশৈন্যু মারমা বলেন, রাস্তায় যে ট্রাফিক পুলিশগুলো ছিলেন, তাদের নজর ট্রাফিক নিয়ন্ত্রণের দিকেই ছিল। তখন গাড়ির অনেক চাপ ছিল। তখনই অল্প সময়ের মধ্যে এই ঘটনাটা ঘটে যায়।
Discussion about this post