বিনোদন ডেস্ক
বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের মেয়ের একমাত্র ছেলে অভিনেতা অগস্ত্যা নন্দা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, বচ্চন পরিবারের উত্তরাধিকার বহন করার অধিকার তার নেই, বরং নিজের বাবার পরিচয়কেই বড় করে দেখেন তিনি।
অমিতাভ কন্যা শ্বেতা বচ্চন নন্দা ও নিখিল নন্দার ছেলে অগস্ত্যা। তারকা পরিবারের সন্তান হওয়ায় বাড়তি কোনো চাপ অনুভব করেন কি না- এমন প্রশ্নের জবাবে অগস্ত্যা বলেন, আমি একটুও চাপ অনুভব করি না। কারণ আমি জানি, এই ঐতিহ্য বহন করার অধিকার আমার নেই। আমার পদবি ‘নন্দা’। আমি প্রথমে আমার বাবার সন্তান; তাই তাকে গর্বিত করার দিকেই আমি সবচেয়ে বেশি মনোযোগ দিই।
পরিবারের অন্যান্য সদস্যদের অভিনয় পছন্দ করলেও নিজেকে তাদের উত্তরসূরী হিসেবে পরিচয় দিতে আপত্তি এই তরুণ অভিনেতার। অগস্ত্যা জানান, তিনি বচ্চন পরিবারের ঐতিহ্যের চেয়ে নিজের বাবার রেখে যাওয়া আদর্শ ও পরিচয় এগিয়ে নেওয়ার দিকেই বেশি মনযোগী।
অগস্ত্যা জানান, তিনি বচ্চন পরিবারের ঐতিহ্যের চেয়ে নিজের বাবার রেখে যাওয়া আদর্শ ও পরিচয় এগিয়ে নেওয়ার দিকেই বেশি মনযোগী। অন্যের ওপর নির্ভর না করে নিজের কাজ দিয়েই স্বতন্ত্র পরিচয় গড়তে চান তিনি।
চলতি বছরের ১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অগস্ত্যা নন্দা অভিনীত সিনেমা ‘ইক্কিস’। শ্রীরাম রাঘবনের পরিচালনায় এই ছবিতে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। এর আগে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে তার অভিষেক হয়েছিল।









Discussion about this post