নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বসুন্ধরার কেবি কনভেনশন হলে আওয়ামী লীগ(নিষিদ্ধ ঘোষিত) নেতা-কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি মিডিয়া বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান।
তিনি জানান, গত ৮ জুলাই অনুষ্ঠিত ওই প্রশিক্ষণ অনুষ্ঠানে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তালেবুর রহমান আরও বলেন, ‘নাশকতার পরিকল্পনার অভিযোগে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীতে সভা-সমাবেশ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সিটিটিসি ও সাদা পোশাকে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।’
যে কোনো ধরনের বিশৃঙ্খলা দমনে পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।’
Discussion about this post