নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ভিজিট ভিসা (ভ্রমণ ভিসা) চালু করেছে সংযুক্ত আরব আমিরাত।
রোববার (৪ মে) বাংলাদেশে নিয়োজিত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আলহামুদি প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে এক বৈঠকে এ কথা জানান।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রদূত আলহামুদি বলেন, দুই দেশের মধ্যে টানা কূটনৈতিক তৎপরতার ফলে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু পুনরায় শুরুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। ঢাকায় তাদের দূতাবাস বর্তমানে প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে।
ব্যবসায়িক প্রতিনিধি দলগুলোর জন্য দলভিত্তিক (বাল্ক) ভিসা-প্রক্রিয়া দ্রুততর করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ফলে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক বিনিময় বাড়ছে।
আলহামুদি জানান, আরব আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইনভিত্তিক এমপ্লয়মেন্ট ভিসা ব্যবস্থা পুনরায় চালু করেছে। মার্কেটিং ম্যানেজার ও হোটেল কর্মীদের মতো পেশাজীবীদের ভিসা ইস্যু করা হয়েছে।
এ সময় বৈঠকে রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে লুৎফে সিদ্দিকীর সক্রিয় সম্পৃক্ততার প্রশংসা করেন।
এ সময় লুৎফে সিদ্দিকী ভিসা প্রক্রিয়ায় অগ্রগতিকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত আলহামুদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত জানান, ৫০০ নিরাপত্তাকর্মীর ভিসা এরই মধ্যে ইস্যু হয়েছে এবং আরও ১০০০ ভিসা অনুমোদিত হয়ে শিগগিরই ইস্যু করা হবে।
বাংলাদেশ ও আরব আমিরাতের সামগ্রিক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা শুরু করার জন্য ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, এরই মধ্যে দুই পক্ষ টার্মস অব রেফারেন্সে সম্মত হয়েছে।
বৈঠক শেষে জানা যায়, বাংলাদেশ-আরব আমিরাতের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নিতে চলতি মাসের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে।
Discussion about this post