বান্দরবান প্রতিনিধি:
বিএনপির দলীয় মনোনয়ন প্রার্থীতা নিয়ে ইতিমধ্যেই দেশের নানা জায়গায় কিছুটা এলোমেলো হাওয়া বইছে। ত্যাগী নেতাদের বাদ দিয়ে অনেকেই মনোনয়ন বাগিয়ে নিয়েছেন নানা ভাবে এ নিয়েও জনমনে নেতিবাচক বিতর্ক দেখা যাচ্ছে।
বান্দরবান সদর উপজেলা এবং পৌর বিএনপির আয়োজনে স্থানীয় জনতার স্বতঃস্ফূর্ত জনসমাগম ঘটে আজ।
গত সতেরো বছরে যাকে স্থানীয় জনতা কোনদিন রাজপথে এবং নিজেদের অসময়ে পাশে পায়নি এমন ব্যক্তিকে দলীয়ভাবে মনোনয়ন দেয়া হয়েছে বলে স্থানীয় পাহাড়ি – বাঙালীদের দাবি। গত সময়ে নানা ইস্যুতে সময়ে অসময়ে রাজপথের ত্যাগী নেতা জাবেদ রেজা কে বিএনপির পক্ষে মনোনয়নের জন্য তারা দাবি জানান।
তারা বলেন, নতুন এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে হলে বান্দরবান থেকে জাবেদ রেজার বিকল্প নেই। অগ্রজ এবং অনুজ দুই প্রজন্মের সেতু বন্ধন হচ্ছে জাবেদ রেজা। বান্দরবানে শান্তি – সম্প্রীতি বজায় রাখতে হলে জাবেদ রেজার মতো নির্বাচিত নেতা প্রয়োজন।
স্থানীয় জনতা এবং বিএনপির অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ সময় গনসংযোগে যোগ দেন। উপস্থিত সকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কে বান্দরবানের প্রতি বিশেষ দৃষ্টিতে বিবেচনা করতে দাবি জানান।









Discussion about this post