নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল ৪০ মিনিট মেট্রো চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল প্যাসেঞ্জার্স কমিউনিটি-ঢাকা।
সোমবার (১৫ ডিসেম্বর) এক শর্ট নোটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত (৪০ মিনিট) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
আরও বলা হয়, পুরাতন বিমানবন্দরে ‘এয়ার শো’ দেখতে আগত যাত্রীরা সকাল ৮টা থেকে ১০টার মধ্যে আগারগাঁও স্টেশনে নামবেন।
এ ছাড়া এ শর্ট নোটে ট্রেন ও স্টেশনে পানাহার নিষিদ্ধ জানিয়ে পরিচ্ছন্নতা বজায় রাখতে সবার সহযোগিতাও কামনা করা হয়।










Discussion about this post