বিনোদন ডেস্ক
ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। বেশ কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করা এই নির্মাতা সদ্যই বাংলাদেশের সংবাদ মাধ্যমে জানালেন এ তথ্য।
জানা গেছে, স্থানীয় সময় শনিবার সকালে সেখানে সম্পন্ন হবে বিয়ের অনুষ্ঠান। পাত্রীর নাম মুশফিকা মাসুদ, পেশায় তিনি চিত্রনাট্যকার ও পরিচালক। যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন তিনি।
মিস ইউনিভার্সের ৭৪তম আসর / দ্বিতীয় স্থানে মিথিলা, ৫০ হাজার ভোট পেলে মুকুট বাংলাদেশের, ভোট ১৯ নভেম্বর পর্যন্ত
এরপর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট-প্রোডাকশন এবং পরে ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেন। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য অ্যানিভার্সারি’ যুক্তরাষ্ট্রের এক উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার জিতে নেয়।
এদিকে গত মাসে দুজনের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন অমিতাভ। সে থেকে তাদের প্রেম জল্পনা উঠলেও খুব একটা আলোচনায় আসেনি। তবে পোস্টটি প্রকাশের পর থেকেই বিনোদন অঙ্গনের অনেকে তাদের শুভকামনা জানান।










Discussion about this post