ময়মনসিংহ প্রতিনিধি
নিয়ম নীতি তোয়ক্কা না করে পত্রিকা প্রকাশ ও সব প্রতিবেদন হুবহু একই ধরনের ছাপা হওয়ার কারণে ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করেছে জেলা প্রশাসন।
সোমবার (১৩ অক্টোবর) বিকালে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা ১১ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত বৃহস্পতিবার ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল করে প্রত্যেক সম্পাদক/প্রকাশককে চিঠি দিয়েছে জেলা প্রশাসন।
ডিক্লারেশন বাতিল করা পত্রিকাগুলো হলো— দৈনিক আজকের ময়মনসিংহ, দৈনিক দেশের খবর, দৈনিক বিশ্বের মুখপত্র, দৈনিক ঈষিকা, দৈনিক অদম্য বাংলা, দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা, দৈনিক জাহান, দৈনিক কিষাণের দেশ, হৃদয়ে বাংলাদেশ, সাপ্তাহিক পরিধি।
দৈনিক দেশের খবর পত্রিকার সম্পাদক এফএমএ ছালাম বলেন, বাতিলের চিঠি এখনও হাতে পাইনি। এ বিষয়ে হাইকোর্টে যাব।
দৈনিক জাহানের নির্বাহী সম্পাদক হাসিম উদ্দিন এবং দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা সম্পাদক আ ন ম ফারুক বলেন, ডিক্লারেশন বাতিলের চিঠি এখনও হাতে পাইনি।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবীবা মীরা বলেন, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইনের কিছু ধারা লঙ্ঘণ করে পত্রিকাগুলো প্রকাশিত হচ্ছিল তাই তাদের ডিক্লারেশন বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৮ এপ্রিল ময়মনসিংহ থেকে প্রকাশিত ১৩টি পত্রিকার দুটি পাতায় সব প্রতিবেদন হুবহু প্রকাশ করায় পত্রিকাগুলোর সম্পাদক ও প্রকাশকদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছিল জেলা প্রশাসন।
শোকজ করা ১৩টি পত্রিকার মধ্যে মো. আফসর উদ্দিন সম্পাদিত দৈনিক সবুজ ও এমএ মতিন সম্পাদিত দৈনিক নিউ টাইমস ছাড়া বাকি ১১টি পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়।
Discussion about this post