নিজস্ব প্রতিবেদক:
প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে ৯৬ বাংলাদেশিসহ মোট ১৩১ বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টার–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সোমবার (১৪ জুলাই) মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (বিসিপিএ) এক বিবৃতিতে জানায়, ফেরত পাঠানো যাত্রীরা পর্যাপ্ত অর্থ, নির্ভরযোগ্য আবাসনের প্রমাণ এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট না করার মতো বিভিন্ন কারণে দেশটিতে প্রবেশের অনুমতি পাননি।
বিসিপিএর বিবৃতিতে আরও বলা হয়, কেউ কেউ দেশটিতে এক মাস থাকার পরিকল্পনার কথা বললেও তাদের সঙ্গে মাত্র ৫০০ রিংগিত ছিল, যা তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ সৃষ্টি করে। সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক অভিবাসন নীতিমালার আলোকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ১১ জুলাই বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত কেএলআইএ টার্মিনাল ১–এর আন্তর্জাতিক আগমন হল এবং গেট সি১ থেকে সি৩৭ পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে ৩০০ জনের বেশি বিদেশি নাগরিককে স্ক্রিনিং করা হয়। এদের মধ্যে ৯৬ জন বাংলাদেশি, ৩০ জন পাকিস্তানি ও ৫ জন ইন্দোনেশিয়ান নাগরিককে ফেরত পাঠানো হয়।
মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করাই তাদের প্রধান অগ্রাধিকার। ভুয়া নথি বা সন্দেহজনক উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তারা আরও জানায়, মালয়েশিয়ায় প্রবেশ করতে ইচ্ছুকদের অবশ্যই বৈধ ভ্রমণ নথি, নির্ভরযোগ্য আবাসন পরিকল্পনা এবং যথাযথ আর্থিক সামর্থ্যের প্রমাণ থাকতে হবে।
Discussion about this post