তানজিনুল ইসলাম তামিম
বাংলাদেশি অভিনেত্রী নওশাবা আহমেদ অভিনীত প্রথম টলিউড সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’ মুক্তির অপেক্ষায়। দুই বছর আগে টলিউডে যাত্রা শুরু করা নওশাবার এই ছবিটি ২০২৫ সালে মুক্তি পাবে বলে জানা গেছে। সম্প্রতি ছবিটির একটি মোশন পোস্টারও প্রকাশ পেয়েছে।
অনিক দত্ত পরিচালিত এই সিনেমাটি ফেলুদা-গোয়েন্দা গল্পের আদলে একটি থ্রিলার হিসেবে নির্মিত হয়েছে। ছবির মূল চরিত্রে নওশাবা একজন বাংলাদেশি আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন, যিনি কলকাতায় এসে তার শৈশবের রহস্য খুঁজতে গিয়ে এক রহস্যময় ঘটনার জালে জড়িয়ে পড়েন। এই ছবিতে আবীর চট্টোপাধ্যায়ও অভিনয় করেছেন।
নওশাবা এই সিনেমাটিকে তার জীবনের এক বিশেষ অনুভূতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, তার বাবা বেঁচে থাকতে শুধু কলকাতা নয়, বিশ্ব দরবারে কাজ করার স্বপ্ন দেখতেন। নওশাবা বিশ্বাস করেন, সিনেমাটি দেখে তার বাবা অনেক খুশি হতেন। এই সিনেমাটি তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের কাছেও একটি বড় উৎসবের মতো।
Discussion about this post