স্পোর্টস ডেস্ক
চলতি মৌসুমের শুরুটা ভালোই করেছিল ইন্টার মায়ামি। কিন্তু শেষটা ভালো করতে ব্যর্থ মেসি-সুয়ারেজরা। কনকাকাফ চ্যাম্পিয়নস শিপের সেমিফাইনালের প্রথম লেগে ২-০ গোলে ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল তারা। কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছে মায়ামি। এতে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্লাবটি।
বৃহস্পতিবার (১ মে) সকালে ঘরের মাঠে ভ্যাঙ্কুভারের কাছে ৩-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। এতে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হেরে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলো তারা।
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। তার ফলও পেয়ে যায় ম্যাচের নবম মিনিটে। সুয়ারেজের পাস থেকে গোল করেন আলবা। প্রথমার্ধ শেষ হয় মায়ামির এক গোলের লিড নিয়েই। তখনও ম্যাচে ফেরার সুযোগ ছিল তাদের। আরেকটি গোল করলেই দুই লেগ মিলিয়ে সমতায় ফিরতে পারতো তারা।
কিন্তু দ্বিতীয় হাফে উল্টো মায়ামির উপর চেপে বসে ভ্যাঙ্কুভার। ৫১তম মিনিটে সমতায় ফেরে তারা। গোল করেন ব্রায়ান ওয়াইট। তার দুই মিনিট পরই আবারও মায়ামির জালে বল পাঠায় সফরকারীরা। এবার স্কোরার পেদ্রো ভিতা।
এরপর একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাননি মেসি-সুয়ারেজরা। বিপরীতে ৭১তম মিনিটে আরও এক গোল হজম করে মায়ামি। সাব্বির পাস থেকে ভ্যাঙ্কুভারকে তৃতীয় গোলটি এনে দেন সেবাস্তিয়ান বারহাল্টার। শেষ পর্যন্ত আর কোনো দল গোল করতে পারেনি। এতে ফাইনালের টিকিট নিয়ে মাঠ ছাড়ে ভ্যাঙ্কুভারে।
Discussion about this post