আল্লাহ পাকের নিকট পুনঃপুন উত্তম আশ্রয় চেয়ে
শত ব্যস্ততা, ঝক্কি ঝামেলায় দুমুঠো অন্ন খেয়ে
আমি ছুটে চলেছি ক্লান্ত পথিকের বেশে
অনন্ত যৌবনের দেশে।
ধীরে ধীরে ঈমানের শক্তিতে বল ফিরেছে
গোনাহের আকর্ষণীয় ভুবন হয়েছে তুচ্ছ
সন্তুষ্টির বেহেস্ত সেজেছে নতুন রূপে।
আবারো ধরণির বুকে রঙ ফিরেছে
বিবেকের সুরভিতে জগৎ মেতেছে
পরহেজগারির বান্দা পৌঁছেছে
জান্নাতের অতি নিকটে।










Discussion about this post