ক্রীড়া প্রতিবেদক :
ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাবেক তারকা ফুটবলার ও অফিসিয়ালদের প্রীতি ফুটবল ম্যাচ শুক্রবার মতিঝিল বাফুফে টার্ফ এ অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ঢাকা -৮ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, ক্রীড়া সংগঠক মির্জ আব্বাস।
প্রীতি ফুটবল খেলায় মোহামেডান ক্লাবের মেম্বার একাদশ ও সাবেক খেলোয়াড় একাদশ। খেলার ফলাফল ছিলো ৪-৩ গোল।
২৪ জানুয়ারি শনিবার বিকাল ৩ টায় আরেকটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে একই দলের মধ্যে মতিঝিল এজিবি কলোনী মাঠে আর ২৫ জানুয়ারি রবিবার শাহজাহানপুর খেলার মাঠে।
মির্জা আব্বাস খেলার প্রথমার্ধের বিরতির সময় খেলোয়াড়দের সাথে পরিচিত হওয়ার পর উপস্থিত সাংবাদিকদের উদ্যেশে বলেন, ঢাকা – ৮ আসনে সন্ত্রাস, চাদাঁবাজি, নেশা মুক্ত পরিবেশ তৈরীতে খেলাধুলার বিকল্প নেই। তাই আমি আবারো নির্বাচিত হলে এলাকায় খেলাধুলার সুন্দর পরিবেশ গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা করে যাবো। যা অতীতে করেছিলাম। খেলা শেষে তিনি খুদে ফুটবলারদের মাধে ফুটবল বিতরণ করেন।










Discussion about this post