নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরে বিল্লাল হোসেন বাবু নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার বাবা আবুল কাশেমকেও গুরুতর আহত করা হয়।
সোমবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা উদ্যানে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা বলে জানিয়েছে পরিবার।
নিহতের স্বজনরা জানান, ঢাকা উদ্যানের স্থানীয় সন্ত্রাসী রাজিবের নেতৃত্বে সবুজ, রুবেল ও মোহনসহ কয়েকজন নিহত বিল্লালের বাবা কাশেমের ওপর হামলা চালায়। খবর পেয়ে তার ছেলে বাঁচাতে আসলে তাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন। তার বাবা কাশেম গুরুতর অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ বলছে, বি ব্লকের ৩ নম্বর সড়কের বাসার সামনে কয়েক ব্যক্তি বাবুকে চাপাতি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টায় চিকিৎসা মৃত ঘোষণা করেন।
পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, “প্রাথমিকভাবে জেনেছি, টাকা-পয়সার লেনদেন নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে। বাসার সামনে একটি মুদির দোকান আছে তাদের। এখানেই প্রথমে টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়।”
তবে কে কার কাছে কীসের টাকা পাবে সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি তুলে ধরে তিনি বলেন, ঘটনার সময় বাবুর বাবাও সেখানে ছিলেন। হামলাকারীরা তার বাবাকে আগে মারার চেষ্টা চালায়। আটকাতে গেলে বাবুকেও মারতে উদ্যত হয় তারা। এক পর্যায়ে বাসার ভেতর ঢুকে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানে গিয়ে কুপিয়ে জখম করে বাবুকে।
হত্যাকাণ্ডে জড়িত রাজিব, সবুজ, রুবেল, মোহনসহ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে তুলে ধরে এই পুলিশ কর্মকর্তা বলেন, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।










Discussion about this post