নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের অভিযোগে দুদিনের ব্যবধানে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- সুজন ওরফে বাবুল (১৯) ও হানিফ (২৬)।
মোহাম্মদপুর থানার ওসি বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টা এবং বুধবার ভোর ৬টার দিকে মোহাম্মদপুরের বসিলা এলাকায় পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। উভয় ক্ষেত্রেই মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় ‘রক্তচোষা জনি গ্রুপের’ নাটা ফয়সল ও শরীফ নামে দুজন আহত হয়েছেন। তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।
একজনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এবং আরেকজনের মরদেহ পঙ্গু হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এর আগে, গত ৮ সেপ্টেম্বর বিকেলে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন রোডে একই ধরনের ঘটনায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে ইয়ামিন (২৩) নামে এক যুবক নিহত হন এবং ফাহিম (২৩) নামে আরেকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
Discussion about this post