আন্তর্জাতিক ডেস্ক
দ্বীপরাষ্ট্র গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তার জন্য’ প্রয়োজন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৪ জানুয়ারি) ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানের সাংবাদিকদের এ কথা বলেন।ট্রাম্প গ্রিনল্যান্ডকে ‘অত্যন্ত কৌশলগত’ অঞ্চল বলে বর্ণনা করেন এবং দাবি করেন, অঞ্চলটি বর্তমানে রাশিয়ান এবং চীনা জাহাজে বেষ্টিত।
গ্রিনল্যান্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কোনো ‘পদক্ষেপ’ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে আমাদের গ্রিনল্যান্ডের প্রয়োজন, কিন্তু ডেনমার্ক তা সমর্থন করবে না।
ট্রাম্প আরও যুক্তি দিয়েছেন, গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণ বৃহত্তর পশ্চিমা স্বার্থকে প্রভাবিত করতে পারে। তিনি বলেন, নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে ‘আমাদের এটি থাকা প্রয়োজন’।
প্রসঙ্গত, গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং এর আগেও ‘সার্বভৌমত্ব হস্তান্তরের’ মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।










Discussion about this post