কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার – চট্টগ্রাম মহা সড়ক দখল করে পরিবেশ দূষন করার ফলে স্থানীয় জনগনের অভিযাগের ভিত্তিতে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজ বৃহস্পতিবাার ৩০ শে অক্টোবর দুপুরে অবৈধ ভাবে গড়ে উঠা কংক্রিট ,ইট ও বালি অপসারনের জন্য ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করেন রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফানুল হক চৌধুরী।
দীর্ঘদিন যাবত রামু কলেজ গেইট থেকে তেচ্ছিপুল পর্ষন্ত মহাসড়কের দুই পাশে সরকারি সড়ক ও জনপথ বিভাগের রাস্তা অবৈধ ভাবে দখলে নিয়ে তাদের ইচ্ছা মতন জায়গা দখল করে ইট, বালি ও কংক্রিট ভাঙার কারণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসন অবৈধ ভাবে কংক্রিট বিক্রিতাদের নিকট (অর্থ দন্ড) জরিমানা আদায় করেন।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরফানুল হক চৌধুরী পরিবেশের ভারসাম্য রক্ষা ও কক্সবাজারে আগত দেশী- বিদেশী পর্যটকদের শীত মৌসুমে নির্বিঘ্নে রামুতে থাকা পর্যটক স্পট গুলো দেখতে পারেন এবং জনসাধারণ ও পথচারীরা পরিবেশগত ভাবে কোন সমস্যায় না হয় তার জন্য আগামী এক সপ্তাহের ভিতরে রাস্তার থেকে সমস্ত ইট ও কংক্রিট ও অবৈধ ভাবে গড়ে তুলা বালির স্টক গুলো সরানোর জন্য ব্যবসায়ীদের কে নির্দেশ প্রদান করেছেন । অভিযান পরিচালনাকালীন উপস্থিত ছিলেন রামু থানার পুলিশ ও আনসার ব্যাটেলিয়ন।
রাস্তার দুই পাশে ইট ও কংক্রিট ভাঙার কারণে অনেক সড়ক দুর্ঘটনা হয়েছে বিগতবছর , ৪/৫ জন মানুষ মৃত্যুবরণ করেছেন এবং বেশকিছু লোক গুরুত্বর আহত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। ধুলাবালির কারণে পথযাত্রীরা ও শিক্ষার্থীরা রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না, পরিবেশ দূষিত হচ্ছে প্রতিনিয়ত। তাই অভিযান একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলে জানিয়েছেন এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা।










Discussion about this post