নিজস্ব প্রতিবেদক:
শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করছিলেন লিটন কুমার দাস। তবে ইনিংস বড় করতে পারেননি এই টাইগার অধিনায়ক। ২৮ রান করে সাজঘরে ফেরেছেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছে বাংলাদেশ। শামীম হোসেন পাটোয়ারী ১ রান এবং জাকের আলী ৬ রানে ব্যাট করছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। প্রথম ওভারের শেষ বলে তানজিদ তামিমকে বোল্ট আউট করেন নুয়ান থুষারা। পরের ওভারের চতুর্থ বলে ক্যাচ তুলে দিয়েছে সাজঘরের পথ ধরেন পারভেজ ইমনও।
এতে দলীয় রান যোগ হওয়ার আগে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর দলের হাল ধরার জন্য ব্যাটিং লড়াই করছেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়। পঞ্চম ওভারে বল আকাশে তুলে দেন হৃদয়, তা তালুবদ্ধ করতে পারেনি আসালাঙ্কা। কিন্তু লঙ্কান অধিনায়কের হতাশা বাড়াননি এই টাইগার ব্যাটার।
পরের বলেই রান আউট হন হৃদয়। এতে দলীয় ১১ রানে ৪ উইকেট হারায় টাইগাররা। তবে অপর প্রান্ত থেকে লড়াই করতে থাকেন লিটন। এতে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ৩০ রান তুলতে পেরেছে বাংলাদেশ। তবে ইনিংস বড় করতে পারেননি লিটন।
দশম ওভারে পঞ্চম বলে ক্যাচ আউট হন তিনি। এতে ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।
Discussion about this post