নিজস্ব প্রতিবেদক
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে একমাসের মধ্যে দেশে এনে রায় কার্যকর করতে বললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (১৭ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমার এই রায়কে স্বাগত জানাই। তবে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট নই, এই রায় যেদিন কার্যকর হবে সেদিন শহীদের আত্মা শান্তি পাবে, শহীদ পরিবার শান্তি পাবে, আমরা শান্তি পাবো।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাবো—হাসিনাকে ফিরিয়ে আনুন। নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন, আমরা চাই যাতে তিনি হাসিনাকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন। হাসিনাকে একমাসের মধ্যে দেশে এনে রায় কার্যকর চাই।
এনসিপির আহ্বায়ক বলেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের ৫ বছরের সাজায় সন্তুষ্ট নই, রাজসাক্ষী হলেও তার সাজা আরও বেশি হওয়া উচিত ছিল।
তিনি বলেন, শেখ হাসিনা, কামালসহ বাকী আওয়ামী ফ্যাসিস্ট যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে।
এ সময় নির্বাচনের পরেও যাতে ট্রাইব্যুনালের কাজ বন্ধ না হয়, কাজ যেন চলমান থাকে সেই দাবি জানান নাহিদ ইসলাম।










Discussion about this post