স্পোর্টস ডেস্ক:
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৯৯ রানে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ। এতে ২-১ ব্যবধানে সিরিজ জিতল শ্রীলঙ্কা। ২৮৫ রানের জবাবে খেলতে নেমে ৩৯.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৮৬ রান করে টাইগাররা।
মঙ্গলবার পাল্লেকেলেতে টস জিতে ব্যাট করতে নামা লঙ্কানদের শুরুটা ভালো না হলেও দ্রুত ঘুরে দাঁড়ায় তারা। শুরুতেই মাদুশকা এক রানে ফিরলেও দ্বিতীয় উইকেট জুটিতে কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা যোগ করেন ৫৬ রান। নিশাঙ্কা ৩৫ রানে আউট হন তানভীর ইসলামের বলে। এরপর কামিন্দু মেন্ডিসও টিকতে পারেননি বেশি সময়। তাকে এলবিডব্লিউ করে ফেরান মেহেদী হাসান মিরাজ।
একপর্যায়ে ১০০ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে শ্রীলঙ্কা। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। চতুর্থ উইকেট জুটিতে তারা গড়েন ১২৪ রানের দুর্দান্ত পার্টনারশিপ। ৬ষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন কুশল মেন্ডিস, যা বাংলাদেশের বিপক্ষে তার দ্বিতীয় শতক। তিনি করেন ১১৪ বলে ১২৪ রান। আসালাঙ্কার ব্যাট থেকে আসে ৫৮ রান।
শেষদিকে অবশ্য বাংলাদেশের বোলাররা ফের ম্যাচে ফিরে আসেন। কুশল ও আসালাঙ্কাকে ফেরানোর পর আর কোনো বড় জুটি গড়তে পারেনি লঙ্কানরা। লিয়ানাগে ১২ রান, ভেল্লালাগে ৬ রানে দ্রুত বিদায় নেন। ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৮ রান ও চামিরা ১০ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও শামীম হোসেন।
Discussion about this post