নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে তাতে স্বচ্ছতা থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন সিইসি।
তিনি বলেন, সংবাদ সংগ্রহের কাজ সহজ করবে কমিশন।
এ সময়, সাংবাদিক নীতিমালা সংশোধন ও ভোট পর্যবেক্ষণের পাস দেয়ার অনলাইন পদ্ধতি বাতিল করে তা সহজ করার আহ্বান জানান সাংবাদিক নেতারা।
আগামী রোববারের (১ ফেব্রুয়ারি) মধ্যে বিষয়টি সমাধান না হলে সাংবাদিকরা নির্বাচন কাভার করবে কি না তা ভেবে দেখবে বলেও হুঁশিয়ারি দেন সাংবাদিকরা নেতারা।










Discussion about this post