নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৬ এপ্রিল) রাতে ডিবি পুলিশের একটি দল রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তার (কাজী কেরামত আলী) বিরুদ্ধে ঢাকা ও রাজবাড়ীতে একাধিক মামলা রয়েছে৷ এর যেকোনো একটি মামলা থাকে গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) আদালতের সোপর্দ করা হবে।
উল্লেখ্য, রাজবাড়ী-১ আসনে (সদর ও গোয়ালন্দ) ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী। তিনি একই আসনে ষষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
Discussion about this post