আনোয়ার হোসেন :
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় ১৭তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় এবার ৭টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। ২৬ টি স্বর্ণ পদক পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে ১৩ স্বর্ণপদক পেয়ে বাংলাদেশ নৌবাহিনী ২য় স্থান লাভ করে। ২০০মিঃ স্প্রিন্টে বিজয়ী মোঃ তারেক রহমান ও শরীফা খাতুন, সেরা খেলোয়াড় পুরুষ মোশাররফ হোসেন ও মহিলা রিংকি বিশ্বাস।
প্রতিযোগিতা ২২ আগস্ট শুক্রবার শুরু হয়ে রবিবার সন্ধ্যা ৭ টায় জাতীয় স্টেডিয়াম, ঢাকায় সমাপ্তি হয়।
২০০ মিঃ পুরুষ ও মহিলা দুই ইভেন্টে স্বর্ণ জয় করেছে বাংলাদেশ সেনাবহিনীর দুই এ্যাথলেট। বিকালের আকর্ষনীয় ইভেন্ট ২০০ মিঃ স্প্রিন্ট পুরুষে ২২.০৪ সে. (ই) সময় নিয়ে স্বর্ণ জয় করেছেন মোঃ তারেক রহমান।
২০০ মিঃ স্প্রিন্ট মহিলা ইভেন্টে স্বর্ণ জয় করেছেন শরীফা খাতুন, সময় নিয়েছেন ২৫.২৪ সে.(ই)। ৫.৯৪ মিটার দুরত্ব অতিক্রম করে লং জাম্প মহিলায় স্বর্ন জয় করেছেন বাংলাদেশ নৌবাহিনীর মোসাঃ স্বপ্না খাতুন। ৪০০ মিঃ স্প্রিন্ট পুরুষে স্বর্ণপদক অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মোঃ লুষাদ ইসলাম, সময় নিয়েছেন ৪৮.৪১ সে (ই)। ৪০০ মিঃ স্প্রিন্ট মহিলা ইভেন্টে ৫৬.৯২ সে. (ই) সময় নিয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর নুসরাত জাহান রুনা। ৪ গুনিত ৪০০ মিটার রিলে পুরুষ ও মহিলা দুই ইভেন্টেই স্বর্ণ পদক বাংলাদেশ সেনাবাহিনীর।
৩ দিনে মোট ৪০টি ইভেন্ট সম্পূন্ন হয়েছে। ২৬ টি স্বর্ণ, ২১ টি রৌপ্য ও ১৫ টি ব্রোঞ্জ মোট ৬২টি পদক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পদক তালিকার শীর্ষে। ১৩ টি স্বর্ণ, ১৬ টি রৌপ্য এবং ১২ টি ব্রোঞ্জ সহ মোট ৪১ টি পদক নিয়ে ২য় অবস্থানে আছে বাংলাদেশ নৌবাহিনী এবং ১ টি স্বর্ণ ও ২ টি ব্রোঞ্জ সহ মোট ৩ টি পদক নিয়ে ৩য় অবস্থান অর্জন করেছে বাংলাদেশ পুলিশ।
তৃতীয় দিনে ৩টি নতুন জাতীয় রেকর্ড। ট্রিপল জাম্প ইভেন্টে ১২.৪৯ মি. লাফিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণ পদক জয় করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাতুল। পূর্বের রেকর্ড সনিয়া আক্তারের ১২.৩৮ মি.।
পোলভল্ট ইভেন্টে ৪.৫১ মি. উচ্চতা অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন মোঃ সৌরভ মিয়া পুর্বের রেকর্ড গড়েছিলেন মোঃ শাওন মিয়া অতিক্রম করছিলেন ৪.৫০ মিটার উচ্চতা।
১০০০০হাজার মিটার (মহিলা) ইভেন্ট নতুন জাতীয় রেকর্ড নৌবাহিনীর রিংকি বিশ্বাস সময় নিয়েছেন ৩৯:১৪.৭৩ সে. পূর্বে ৪১:০৯.৩২সে. পাপিয়া খাতুন ২০২২ সালে ।
তিনদিন ব্যাপী প্রতিযোগিতার মোট ৭ টি নতুন জাতীয় রেকর্ড।
সেরা খেলোয়াড় (পুরুষ) বাংলাদেশ সেনাবাহিনীর মোশাররফ হোসেন। তিনি ৮০০ মিটার, ১৫০০ মিটার ও ৪ গুনিত ৪০০ মিটার রিলে ইভেন্টে স্বর্ন পদক পাওয়ায় সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়েছে এবং ১৫০০ মিটারে ৩০০০ মিটার, ৫০০০ মিটার ও ১০,০০০ মিটার ইভেন্টে স্বর্ন পদক পাওয়ায় সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়েছে। রিংকি বিশ্বাসের ৩টি জাতীয় রেকর্ড। ৩০০০ মিটার, ৫০০০ মিটার ও ১০০০০মিটারে রিংকী বিশ্বাস নতুন জাতীয় রেকর্ড গড়েছেন।
Discussion about this post