সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে বাসভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন।
রোববার (৩ আগস্ট) সন্ধ্যা থেকে সুনামগঞ্জের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন গন্তব্যে যাওয়া সাধারণ যাত্রীরা।
জানা যায়, রোববার সকালে শান্তিগঞ্জের সুবিপ্রবি অস্থায়ী ক্যাম্পাসের সামনে বাসভাড়া নিয়ে হেল্পারের সঙ্গে প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হেল্পার একজন শিক্ষার্থীকে ধাক্কা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় একজন শিক্ষার্থী আহত হন।
শ্রমিকদের অভিযোগ, শিক্ষার্থীরা বাসে ভাঙচুর চালিয়ে হেল্পারকে মারধর করে এবং পরে ক্যাম্পাসে আটকে রাখে।
এ ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে নতুন বাসস্টেশন এলাকায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিক ও মালিকরা। এতে শহরজুড়ে যানজট সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন যাত্রীরা। বৃষ্টির মধ্যে বাস থেকে নেমে অনেককে দীর্ঘপথ হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। পরে পুলিশ প্রশাসনের অনুরোধে বিকেল পাঁচটার দিকে সড়কের অবরোধ তুলে নেওয়া হলেও কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।
কর্মবিরতির বিষয়ে শ্রমিকদের তিন দফা দাবি তুলে ধরেন জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নুরুল হক। দাবিগুলোর মধ্যে রয়েছে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলাকারীদের শাস্তি নিশ্চিত করা এবং পাঁচ মাস ধরে কারাগারে থাকা এক শ্রমিকের মুক্তি। এ ছাড়া সিএনজি শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আনোয়ার হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার করা।
এদিকে সুবিপ্রবির রসায়ন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, সুনামগঞ্জ থেকে শান্তিগঞ্জে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ভাড়ার বিষয় নিয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী জয় ও আরিফসহ কয়েকজনের সঙ্গে হেল্পারের কথা কাটাকাটি হয়। হেল্পার এক পর্যায়ে একজনকে ধাক্কা দেন। এতে একজন শিক্ষার্থী আহত হন। তেবে তারা বাসের হেল্পারকে মারধর করেনি।
শিক্ষার্থীদের দাবি, হেল্পার মাদকাসক্ত অবস্থায় ছিলেন।
সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগেও শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এবারও এক হেল্পারকে মারধর ও বাস ভাঙচুর করেছে। আমরা দীর্ঘদিন ধরে বিচার না পাওয়ার অভিযোগ করছি। তাই ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা এই ধর্মঘটের ডাক দিয়েছেন।
এ বিষয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষকে নিয়ে আজ বসা হবে। আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হবে।
এর আগে, গত ২৭ জানুয়ারি বাসভাড়া নিয়ে সুবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে বাসচালকের বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেদিন শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিলেন এবং অভিযুক্ত হেল্পার ক্ষমা চাইলে পরিস্থিতি শান্ত হয়।
Discussion about this post