বিনোদন ডেস্ক
সময়টা ২০২০ সালের ১৪ জুন, হুট করেই খবর এলো প্রয়াত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত দেহ। এই অভিনেতার এই রহস্যজনক মৃত্যুর পাঁচ বছর পার হলেও উন্মোচন হয়নি আসল ঘটনা। এরইমধ্যে রহস্যমৃত্যুটি নিলো নতুন মোড়।
বিজ্ঞাপন
সুশান্তর পরিবার ও অনুরাগীদের দাবি মেনে ফের জনস্বার্থ মামলায় দাখিল করা হয়েছে। জানা যাচ্ছে, এই মামলা অনুযায়ী সুশান্ত ও তার ম্যানেজার দিশার মৃত্যুর সঙ্গে জড়িত আদিত্য ঠাকুরকে জিজ্ঞাসাবাদ করা হবে।
মুম্বাই সংবাদসূত্রে খবর, এই মামলার জেরে গ্রেপ্তারও করা হতে পারে আদিত্যকে। তবে এ বিষয়ে আদিত্যের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
সুশান্তর মৃত্যুর পর থেকেই তার বান্ধবী রিয়ার দিকে অভিযোগের আঙুল তুলেছিল তার পরিবার। তবে মৃত্যুর দায় থেকে পার পেলেও রিয়া তখন ফেঁসে যান একটি মাদক মামলায়। মামলাটি যুক্ত ছিল সুশান্তের রহস্যজনক মৃত্যুর সঙ্গে। রিয়ার সঙ্গে ফেঁসেছিলেন তার ভাই সৌভিকও। অভিযোগ ছিল, তারা মাদক নিতে সহায়তা করতেন সুশান্তকে।
Discussion about this post