ক্রীড়া প্রতিবেদক :
নারী বিশ্বকাপ কাবাডির দুটি সেমিফাইনাল রবিবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের কোচ মালেকা বলেন? চাইনিজ তাইপে অনেক ভালো দল। আমরাও চেষ্টা করব ভালো খেলার, যাতে আমরা চাইনিজ তাইপের বিপক্ষে জিততে পারি। যেহেতু আমাদের দেশের মাটিতে খেলা, আমরা উগান্ডাকে হারিয়েছি, কেনিয়াকে হারিয়েছি, থাইল্যান্ডকে হারিয়েছি, রবিবার চাইনিজ তাইপের সাথে খেলা, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো খেলে ওদের বিপক্ষে জিততে পারি।
শনিবার যেহেতু আমরা থাইল্যান্ডকে হারিয়েছে, মেয়েরা আরও উজ্জীবিত হয়েছে। মেয়েদের সাথে কথা হয়েছে, ওরা বলেছে, ডু অর ডাই ম্যাচ, আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব।
এদিকে, ভারত, ইরান, চাইনিজ তাইপে –ওরা ভালো দল। ভারত বিশ্বকাপের চ্যাম্পিয়ন। এই তিন দল আমাদের চেয়ে অনেক ভালো। যেহেতু আমাদের সাথে চাইনিজ তাইপের ম্যাচ আছে, আমরা ওদের হারানোর চেষ্টা করব। ওরা টেকনিক্যালি আমাদের চেয়ে ভালো, তবে আমাদের মতো ওরাও কিন্তু আমাদেরকে পর্যবেক্ষণে রেখেছে। বলব না, আমরা ওদের বিপক্ষে আহামরি কিছু করে ফেলব, তবে আমরা ওদের হারানোর চেষ্টা করব।

এদিকে, চাইনিজ তাইপে অধিনায়ক ইয়াহান চুয়াং বলেন,সেমিফাইনালে আমরা বাংলাদেশের মুখোমুখি হব। সেই ম্যাচের জন্য আমরা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশ দক্ষ দল, তাই আমাদের সেরাটা দিতে হবে।
সেমিফাইনালে কিছুটা চাপ তো থাকেই—কারণ বাংলাদেশ বিশ্বকাপের আয়োজক। তবে আমরা শুধু আমাদের খেলাতেই মনোযোগী থাকব।
অপরদিকে, বিশ্বকাপে অংশগ্রহনকারী চাইনিজ তাইপের সদস্যরা বলেন, এখানকার খাবার খুবই সুস্বাদু। হোটেল ও সব ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ। সবকিছুই অসাধারণ—হোটেল, খাবার, এমনকি ট্রাফিকও (হাসি)। আমরা এখানে সবকিছু উপভোগ করছি।
দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ বাংলাদেশ-২০২৫
এর প্রথম সেমিফাইনাল বিকেল ৪টা। ‘এ’ গ্রুপের শীর্ষ দল ভারত বনাম ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল ইরান
দ্বিতীয় সেমিফাইনাল, বিকেল ৫টায়। ‘বি’ গ্রুপের শীর্ষ দল চাইনিজ তাইপে বনাম ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল বাংলাদেশ।










Discussion about this post