নিজস্ব প্রতিবেদক
সাভারে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন দেখে লাফিয়ে নেমে প্রাণে বাঁচেন চালক।
শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ইউটার্নের আরিচামুখী লেনে এ ঘটনা ঘটে।
বাসের চালক সেলিম বলেন, বাসটি মেট্রো গার্মেন্টসের শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহার হয়। শনিবার রাতে শ্রমিকদের নামিয়ে দিয়ে ঢাকা-আরিচা সড়কের গেন্ডা ইউটার্নে পার্কিং করা হয়। হঠাৎ রাত সাড়ে ১০টার দিকে বাসের পেছনের অংশে আগুন ধরে যায়। সে সময় আমি ঘুমিয়ে ছিলাম এবং আগুনের তাপ পেয়ে বাস থেকে লাফিয়ে নেমে যাই।
সাভার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, রাত সাড়ে ১০টার দিকে গেন্ডা এলাকায় বাসে আগুন লাগার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ তদন্তের মাধ্যমে জানা যাবে।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ গণমাধ্যমকে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত বাসের পেছনের অংশে অগ্নিকাণ্ড ঘটেছে।
তিনি আরও বলেন, কীভাবে বাসে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।










Discussion about this post