নিজস্ব প্রতিবেদক
দুইদিন চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী গাড়িবহর কড়া নিরাপত্তার মধ্যে গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ পৌঁছায়। এর কিছু আগে, রাত ১১টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
তিনি আরও জানান, ডাক্তারদের পরামর্শে বাসায় ফিরেছেন তিনি।
গত বুধবার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তার মেডিকেল বোর্ডের পরামর্শে। সেখানে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর আগেও গত ২৮ আগস্ট তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য একই হাসপাতালে যান।
দীর্ঘদিন ধরেই নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে চিকিৎসা নিচ্ছেন।
বাংলাদেশ জার্নাল/জে
Discussion about this post