ক্রীড়া প্রতিবেদক :
পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে রোববার থেকে শুরু হচ্ছে টিসিএল জাতীয় যুব পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দশটি জেলা।
‘ক’ গ্রুপে খেলবে চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, পঞ্চগড়, কুষ্টিয়া ও মাদারীপুর জেলা। ‘খ’ গ্রুপে খেলবে ঢাকা, যশোর, ফরিদপুর, জামালপুর ও নড়াইল জেলা। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নিয়ে হবে সেমিফাইনাল। ফাইনাল ১৫ জানুয়ারি।
এবারের যুব হ্যান্ডবলের পৃষ্ঠপোষকতা করছে তানভির কনস্ট্রাকশন লিমিটেড। প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: সেলিম ফকির, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্নসচিব) মো: দৌলতুজ্জামান খাঁন।
যুব পুরুষ হ্যান্ডবল উপলক্ষ্যে শনিবার ফেডারেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহম্মেদ, যুগ্ন সম্পাদক ও আয়োজন কমিটির সদস্য সচিব রাশিদা আফজালুন নেসা, কার্যনির্বাহী সদস্য ও আয়োজন কমিটির যুগ্ন সদস্য সচিব মো: মকবুল হোসেন।
পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হতে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (এইচআর ও অ্যাডমিন) কর্ণেল এস এম মোরশেদ সরওয়ার (অব.)। এসময়ে তিনি জানান, দীর্ঘ সময় ধরে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান টিসিএল হ্যান্ডবল ফেডারেশনের পাশে থাকতে চায়।










Discussion about this post