নিজস্ব প্রতিবেদক
১৪ ঘণ্টা পর সচল হয়েছে ঢাকা-টাঙ্গাইল রেলরুট। এর আগে গাজীপুরের সালনায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনা কবলিত বগি উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর সোমবার (১৪ এপ্রিল) ভোররাতে রেল যোগাযোগ সচল হয়। এর আগে, রোববার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদির উজ জমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও প্রকৌশল বিভাগের লোকজন ঘটনাস্থলে যান। পরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের চালক দুর্ঘটনা কবলিত পেছনের চারটি বগি ঘটনাস্থলে রেখে অন্যান্য বগি নিয়ে ঢাকা চলে যায়।
সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ভোররাত সাড়ে চারটার দিকে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত ও লাইনচ্যুত বগি উদ্ধার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, এ ঘটনায় যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গ চলাচলকারী ট্রেন চলাচল প্রায় ১৪ ঘণ্টা বন্ধ ছিল। যা সচল করতে ভোর হয়ে যায়।
Discussion about this post