নিজস্ব প্রতিবেদক
বিজয় দিবস উপলক্ষে ১৬ জন কয়েদির সাজা মওকুফ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাদেরকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কারা অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী, অর্ধেকের বেশি সাজাভোগ করা ১৬ জন কারাবন্দির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করেছেন রাষ্ট্রপতি।
সে অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের চিঠি মোতাবেক বন্দিদেরকে কারাগার থেকে মুক্তি প্রদানের আদেশ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
Discussion about this post