নুরুল ইসলাম সেলিম রামু, কক্সবাজার
কক্সবাজারের রামুতে বন্যহাতির আক্রমণে নুরুল হক নামে এক জনের মৃত্যু হয়, ঘটনা টি ঘটেছে ১৪ ডিসেম্বর (শনিবার) ভোর বেলায় রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা ও সোনাইছড়ি সড়কে চিকন ছড়া ব্রীজ সংলগ্ন পাহাড়ি এলাকায়। খবর পয়ে এক নজর দেখার জন্য ছুটে আসেন শত শত এলাকাবাসী। ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন রাজাকুল রেঞ্জের এসি এফ ওয়াহিদুর জামান, বিট কর্মকর্তা পল্লব কুমার শাহা, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান, ও রামু থানার পুলিশ।
নিহত নুরুল হক একই ইউনিয়নের ঢালার মূখ নতুন পাড়া এলাকার মাহামুল হক মাদুর ছেলে। নিহতের শালা হাফেজ আহাম্মদ জানান নুরুল হক ধান আনার জন্য ভোর বেলায় সোনাইছড়ি যাওয়ার পথে হাতির আক্রমণে তার মৃত্যু হয়, নুরুল হকের হাত পা শরীর থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। পোস্ট ম্যাডাম না করে তাকে দাফন করার জন্য পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত দেওয়া হয়েছে।
নিহতের ছেলে রিফাত হোসেন জানান, ভোরে বাসা থেকে বের হয়ে সোনাইছড়িতে ধান আনতে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন তার বাবা। হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার বাবার মৃত্যু হয়।
Discussion about this post