স্পোর্টস ডেস্ক
স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচটা জয় দিয়ে রাঙিয়েছে বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমে পিছিয়ে পড়লেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের জয় তুলেছে হ্যান্সি ফ্লিকের নতুন বার্সা।
প্রতিপক্ষের মাঠে এদিন বল দখলে মুনশিয়ানা দেখালেও প্রথম গোলটা হজম করতে হয়েছে বার্সাকেই। ম্যাচের ৪৪ মিনিটে হুগো ডুরোর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। পরে সেই গোল প্রথমার্ধের যোগ করা সময়ে শোধ দেয় বার্সা। ১-১ গোলে সমতা টেনে বিরতিতে যায় দলটি।
দ্বিতীয়ার্ধে নেমেই পেনাল্টি আদায় করে নেয় বার্সা। রবার্ট লেভান্ডোভস্কি দলকে লিড এনে দেন। এরপর ম্যাচের বাকি সময় ব্যবধান বাড়ানোর চেষ্টা করেও আর জালের দেখা পায়নি বার্সা। অন্যদিকে বেশ কয়েকবার আক্রমণে উঠলেও আর ম্যাচে সমতা টানতে পারেনি ভ্যালেন্সিয়া। ম্যাচের বাকি সময় আর গোল না হলে ২-১ গোলের জয়ে মৌসুম শুরু করে বার্সা।
বার্সার পরের ম্যাচ আগামী ২৪ আগস্ট রাত ১১টায়। যেখানে তাদের প্রতিপক্ষ হবে অ্যাথলেটিক ক্লাব।
Discussion about this post