নিজস্ব প্রতিবেদক
যৌথ বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের সম্মিলিত উদ্ধার অভিযানে টেকনাফে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে ৭২ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে টেকনাফের উত্তাল সমুদ্রে জাহাজটির জেনারেটরে পানি প্রবেশ করে শর্ট সার্কিট হয়ে জাহাজটির জেনারেটর বন্ধ হয়ে একটি চরে আটকে গিয়েছিল।
শুক্রবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে পর্যটকবাহী জাহাজ ‘এম ভি গ্রিন লাইন’ সেন্টমার্টিন থেকে ৭২ জন পর্যটক নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে গমন করে। রাতে উত্তাল সমুদ্রে জাহাজটির জেনারেটরে পানি প্রবেশ করে শর্ট সার্কিট হয়ে জেনারেটর বন্ধ হয়ে যায় এবং এটি টেকনাফের বাহাড়ছড়ার কচ্ছপিয়া নামক স্থানে চরে আটকে যায়।
এ খবর পেয়ে সঙ্গে সঙ্গেই কোস্ট গার্ড আউটপোস্ট বাহাড়ছড়া এবং স্টেশন টেকনাফের দুইটি উদ্ধারকারী দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং নৌবাহিনী, বিজিবি ও পুলিশের সঙ্গে সম্মিলিতভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। তাদের তৎপরতায় রাত ১০টার মধ্যে যৌথবাহিনী জাহাজ থেকে সকল যাত্রীদের নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।
সিয়াম উল হক জানান, এসময় কোস্টগার্ড উদ্ধারকারী দল আহত পর্যটকদের প্রাথমিক চিকিৎসা দেয়।
Discussion about this post