নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনাকে ফেরত না দিলেও দিল্লির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বুধবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ইস্যু ছাড়াও দুই দেশের অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে সামনে এগিয়ে যাব।
তিনি বলেন, নতুন বছরে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। এরই অংশ হিসেবে চলতি মাসেই দ্বিপাক্ষিক সফরে চীনে যাচ্ছি।
মিয়ানমারের রাখাইন পরিস্থিতির ওপর সরকার নজর রাখছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, রাখাইন পরিস্থিতি পাল্টে গেছে। এ অবস্থায়র রোহিঙ্গা সংকট সমাধান সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে।
ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়ন টেকনিক্যাল বিষয়। গঙ্গা পানিবন্টন চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
Discussion about this post