বিনোদন ডেস্ক
হাসপাতাল সূত্র থেকে জানা যায়, অভিনেতা মুশফিক আর ফারহান জ্বর ও শরীর ব্যাথা নিয়ে এসেছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।
বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন অভিনেতা। তাকে হাসপাতালের এইচডিইউতে ভর্তি করা হয়েছে। এখন কথা বলতে পারছেন তিনি। পরিস্থিতি বুঝে তাকে শিগগির কেবিনে স্থানান্তর করা হবে।
সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা তৌফিকুল ইসলাম। তিনি বলেন, ‘অভিনেতা ফারহানের প্রেশার এখনো কমছে-বাড়ছে। স্ট্যাবল হচ্ছে না। যে কারণে এখনো এইচডিইউতে ভর্তি রয়েছেন। আপাতত শঙ্কামুক্ত। এখন খেতে পারছেন। কথাও বলছেন। প্রেশারের সমস্যার সমাধান হলেই কেবিনে নিয়ে যাওয়া হবে।’
এর আগে তৌফিকুল জানান, ‘শুক্রবার রাত সাড়ে ৯টার সময় ঢাকার বাইরে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা মুশফিক। শুটিংয়ের কস্টিউম গোছগাছ করার মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। দ্রুততার সঙ্গে রাতেই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের এইচডিইউতে ভর্তি করা হয়। সেই সময়ে এই অভিনেতার প্রেশার ৫০/৭০-এ নেমে এসেছিল। প্রেশার বাড়ছিল না।’
ফারহানের সহ-অভিনেতা জয়নাল জ্যাক বলেন, ‘গতকাল রাতেও সুস্থ ছিলেন ফারহান। বাসায় বোনের সঙ্গে কথা বলছিলেন আর পরিচালক রুবেল আনুশের নাটকের শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। যতদূর শুনেছি, কথা বলতে বলতেই হঠাৎ সেন্সলেস হয়ে যান। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতেই তাকে দেখতে গিয়েছিলাম। রাতে ধারণা করা হচ্ছিল, তাপমাত্রা কমে যাওয়ার কারণেই এই অসুস্থতা দেখা দিতে পারে।’
তৌফিকুল ইসলাম পরিচালিত ফারহান অভিনীত নতুন নাটক ‘সুইট ফ্যামিলি’। সহ-অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এটি নতুন বছরের শুরুতেই মুক্তি পেয়েছে। নাটকটি মাত্র তিন দিনে দেখেছেন ৪০ লাখ দর্শক। এটি ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে।
Discussion about this post