নিজস্ব প্রতিবেদক
সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ‘কর্মসূচি পরিকল্পনা এবং বাস্তবায়ন’ এবং ‘ইমার্জেন্সি ক্রাইসিস ম্যানেজমেন্ট’ নামে দুটি কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে সংগঠনটির ফেসবুক পেজে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
কর্মসূচি পরিকল্পনা এবং বাস্তবায়ন সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুঈনুল ইসলাম। এছাড়া সদস্যরা হলেন- মোফাজ্জল হোসাইন সাদাত, রাকিব হাসান রাজ, মাসুদুর রহমান আদনান, ফারিয়া বিনতে রহমান, সুলতানা খাতুনে জান্নাত, আতিক শাহরিয়ার, নাজমুল হাসান, মো. আবু হাসনাত, মায়িদা ইকবাল শর্মী, আলাউদ্দীন মিনহাজ, ইসরাত জাহান নিহা, মো. ইসমাইল, আব্দুল্লাহ আল মাহাথির, মো. জুবায়ের হোসেন ও জাওয়াদ আহমেদ।
এছাড়া ইমার্জেন্সি ক্রাইসিস মেনেজমেন্টের সেল সম্পাদক হিসেবে রয়েছেন হামযা মাহবুব। একই দিন রাতে সংগঠনটির ফেসবুক পেজে পৃথক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
সেলের অন্য সদস্যরা হলেন- মোহাম্মদ আরমানুল ইসলাম, মাহবুব-ই-খোদা, শেখ তারেক জামিল তাজ, মুহাম্মদ উসামা, সাঈদ আফ্রিদি, মো. হেলাল উদ্দিন নাঈম ও মো. ইমাম হোসাইন ইমন।
Discussion about this post