নিজস্ব প্রতিবেদক :
দুই ঘণ্টা অবরোধ শেষে শাহবাগ ছাড়লেন আন্দোলনরত বিডিআর পরিবারের সদস্যরা। এতে সড়কে আবার যান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল সোয়া ৩টায় তারা শাহবাগ ছেড়ে শহীদ মিনারে ফিরে যান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, শাহবাগ থেকে ফিরে গেলেও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে। দুই ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা না এলে যেকোনও অপ্রীতিকর পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে।
চাকরিচ্যুত বিডিআর সদস্য মাহফুজ বলেন, “জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে ছাত্রনেতাদের অনুরোধে আমরা দুই ঘণ্টার জন্য শহীদ মিনারে ফিরে যাচ্ছি। দাবি আদায়ের কোনো আশ্বাস বা সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না হলে আমরা দুই ঘণ্টা পর ফের শাহবাগ অবরোধ করব।”
এর আগে, দুপুর দেড়টার দিকে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ‘নিরপরাধ জওয়ানদের’ মুক্তি ও পুনঃতদন্তসহ তিন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ চালিয়ে আসা স্বজনরা পদযাত্রা করে শাহবাগ ‘ব্লকেড’ করেন। তারা শাহবাগ ব্লকেড করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় দাঙ্গা পুলিশ সদস্যদের শাহবাগ মোড়ে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
এদিকে বিডিআর হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে বলে জানিয়েছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ও ভুক্তভোগী পরিবার। তাই সব কারাবন্দির মুক্তি ও মিথ্যা মামলা বাতিলেরও দাবি তুলেছেন তারা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এসব দাবি তোলেন তারা।
চাকরিচ্যুত বিডিআর সদস্য মো. মিঠু বলেন, “আমরা পিলখানা হত্যাকাণ্ডের সব বিডিআর জেলবন্দিদের মুক্তি, পিলখানা হত্যাকাণ্ডের মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্ত ও ন্যায়বিচার চাই। দাবি আদায়ে আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করতে চাই।”
কারাবন্দি বিডিআর সদস্য মোল্লা সাঈদ হাসানের বাবা মোল্লা নাবিউল্লাহ বলেন, “৮২৪ জন কারাবন্দি আছেন। তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছেন। চাকরিচ্যুত হয়েছেন সাড়ে ১৮ হাজার। আমরা বন্দিদের মুক্তি, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন দাবি করছি।”
গ্রেপ্তার বিডিআর সদস্যদের স্বজনদের এই কর্মসূচি শুরু হয় বুধবার সকাল থেকে। প্রথমে শহীদ মিনারে মানববন্ধন করার পর তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে রাষ্ট্রীয় বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। কিন্তু শাহবাগ মোড়ে পুলিশ তাদের আটকে দেয়।
পরে একটি প্রতিনিধিদলকে স্মারকলিপি দিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়। বাকিদের একটি অংশ শাহবাগ থানা সংশ্লিষ্ট সড়কে অবস্থান নেন, আরেকটি অংশ ফিরে যায় শহীদ মিনারে।
Discussion about this post