নিজস্ব প্রতিবেদক
রাতের বেলা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কার্যালয় থেকে সাবেক মেয়র আতিকুর ইসালামের পালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাদ্যমে ভাইরাল হয়েছে।
স্থানীয়রা অবস্থান নেয়ার পর ফায়ার এক্সিট দিয়ে পালান মেয়র আতিকুল ইসলাম।
ভিডিওতে দেখা যায়, রোববার (১৮ আগস্ট) রাতে মেয়র আতিক নিজ কার্যালয়ে যান। পরে স্থানীয়রা কার্যালয়ের সামনে অবস্থান নিলে তিনি ফায়ার এক্সিট দিয়ে পালিয়ে যান। করপোরেশনের প্রধান কার্যালয়ের দুটি সিসি ক্যামেরার ভাইরাল হওয়া ফুটেজে এমন দৃশ্য ধরা পড়েছে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ৮টা ২০ মিনিটে মেয়র আতিকুল ইসলাম ১০–১৫ জন নিয়ে তার দফতরে প্রবেশ করেন। পরে রাত ৮টা ৫৪ মিনিটে মেয়র তার দফতর থেকে বের হয়ে ভবনের ফায়ার এক্সিট গেট দিয়ে পলায়ন করেন। এ সময় মেয়রের দলবলের সঙ্গে বেসরকারি টেলিভিশনের সাংবাদিক বিকাশ বিশ্বাসের হাতে একটি কালো ব্যাগ দেখা যায়।
Discussion about this post