সিরাজগঞ্জে পুলিশ ও ছাত্র-জনতা হত্যার বিচার ও বৈষম্যমুক্ত পুলিশ গঠনসহ ১১ দফা দাবিতে কর্মবিরতিতে থেকে বিক্ষোভ করেছেন বিভিন্ন থানার এসআই, এএসআই ও কনস্টেবলরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে জেলা পুলিশ লাইন্সে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ চলাকালে এসআই শাহিন মাহমুদ, এসআই ইয়ামিন সরকার এবং এএসআই জাহিদ হাসান বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, স্বাধীন কমিশন গঠন, পুলিশ বাহিনীকে সংস্কার, যে রঙের পোশাক পরে কলঙ্কিত হলাম সেই পোশাক পরিবর্তন করে কনস্টেবল থেকে আইজি পর্যন্ত একই ড্রেসকোড প্রদান, সকল পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এছাড়া আন্দোলনের সময় যেসব পুলিশ কর্মকর্তার কারণে অধস্তন পুলিশ সদস্য ও ছাত্র-জনতার মৃত্যু হয়েছে, তাদের গ্রেপ্তার করে বিচারসহ ১১ দফা বাস্তবায়ন করে গেজেট আকারে প্রকাশের দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি পালন অব্যাহত রাখার ঘোষণা দেন পুলিশ সদস্যরা।
Discussion about this post