নিজস্ব প্রতিবেদক
হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান–র্যাব। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সোমবার রাতে রাজধানীর কলাবাগান থেকে সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সিরাজগঞ্জে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।’
Discussion about this post