নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনের ফুটপাতে পড়ে থাকা তিনটি হাতবোমা উদ্ধারের পর সফলভাবে নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল টিম।
এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আনন্দ সিনেমা হলের সামনে ফুটপাতে পাওয়া যায় তিনটি বোমা সদৃশ বস্তু। খবর পেয়ে সিটিটিসির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সেগুলো নিয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে যথাযথ প্রক্রিয়ায় নিস্ক্রিয় করে বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ওসি মোহাম্মদ গোলাম আজম।
ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বেলা ১১টা ১০ মিনিটে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কলের মাধ্যমে পাওয়া সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানা পুলিশ জানতে পারে ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনের ফুটপাতে একটি কালো রঙের ব্যাগে তিনটি বোমা সদৃশ বস্তু রয়েছে। ওই সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল ও এর আশেপাশের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে।
সিটিটিসি সূত্রে জানা যায়, বোমা সদৃশ বস্তু পাওয়ার বিষয়টি শেরেবাংলা নগর থানা পুলিশ সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানালে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। এরপর পুরাতন বাণিজ্য মেলা মাঠে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় নিস্ক্রিয় করা হয়।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।
Discussion about this post