নিজস্ব প্রতিবেদক
চলতি বছরে বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদকের জন্য মনোনীত হয়েছিলেন মেহেদী হাসান খান। যাকে অভ্র কি-বোর্ড তৈরির কারিগর বলা হয়। তবে এই ক্যাটাগরিতে তার সঙ্গে আরও তিনজনকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যারা মেহেদী হাসানের সঙ্গে অভ্র তৈরিতে যুক্ত ছিলেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, মেহেদি হাসান খানের পাশাপাশি অভ্র তৈরিতে তার তিন সহযোগী রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফাকেও বিজ্ঞান ও প্রযুক্তিখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে ‘একুশে পদক ২০২৫’ এর জন্য মনোনীত ১৪ জন্য ব্যক্তি ও ১টি দলের নাম ঘোষণা করা হয়। সেখানে বিজ্ঞান ও প্রযুক্তিতে অসামান্য অবদানের জন্য অভ্র’র মেহেদি হাসান খানের নাম প্রকাশ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
তবে পরবর্তীতে মেহেদি হাসান খান এককভাবে একুশে পদক গ্রহণে অস্বীকৃতি জানালে অভ্র সফটওয়্যারটির চার নির্মাতাকেই একুশে পদক প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সম্পর্কে গণমাধ্যমকে অবগত করা হয়।
Discussion about this post