নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক কমিটির আয়োজনে ‘ডায়াসপোরা কমিটি ঘোষণা’ শীর্ষক এক সভায় সংগঠনের মুখ্য সংগঠক সারজিস আলম লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও কনোক সারোয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ও প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশাম হক চার মহাদেশের ৩০টি দেশের ৭৫ জন প্রতিনিধি নিয়ে গঠিত কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করেন।
সভায় সারজিস আলম বলেন, ‘অভ্যুত্থান-পরবর্তী সময়ে ডায়াসপোরা কমিউনিটির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ইলিয়াস ভাই, পিনাকী দাদা ও কনোক সারোয়ারের মতো অনেকে প্রবাস থেকে সাহসের সঙ্গে কথা বলেছেন এবং এখনও বলছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। নতুন বাংলাদেশের পুনর্গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।’
তিনি আরও বলেন, অভ্যুত্থানের আগে হাসিনা সরকার সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করেছিল। বিভিন্ন সংস্থা নজরদারি করত, এমনকি সংবাদ প্রতিবেদন কেমন হবে তা নির্ধারণ করে দিত। কিন্তু দেশের বাইরে থাকা ফ্রিল্যান্সার সাংবাদিকেরা ভয়কে উপেক্ষা করে সত্য প্রকাশ করেছেন।’
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা বলেন, ‘একসময় মনে করা হতো, মেধাবী ও সৎ মানুষ রাজনীতিতে আসেন না। কিন্তু জুলাই বিপ্লব এই ধারণা ভুল প্রমাণ করেছে। এখন আমরা জ্যোতির্বিজ্ঞানী, উদ্যোক্তা, নিউরোসার্জন, একাডেমিশিয়ান, ডেটা অ্যানালিস্ট, কর্মী, ইমাম ও ব্যবসায়ীদের রাজনীতিতে যুক্ত হতে দেখছি। তারা বাংলাদেশের মেধা, সাহস ও শক্তির প্রতিচ্ছবি এবং দেশ পুনর্গঠনে তাদের অবদান রাখতে চান।’
সভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ ও প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশাম হক।
নবগঠিত কেন্দ্রীয় প্রবাসী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন—আব্দুর রাকীব সামি, আবু সলমান মুরাদ, আবুল বাশার রহমান, আল আমিন, আলমগীর চৌধুরী আকাশ, আলমগীর হোসেন, এনামুল হক এনাম, দেওয়ান সাহাব-উদ্দীন, দিলশানা পারুল, ইসরাত জাহান চৌধুরী, ফখরুল ইসলাম ও ফারিয়া ফাহি প্রমুখ।
Discussion about this post