নিজস্ব প্রতিবেদক
লাইন মেরামত কাজের জন্য ঢাকার কেরানীগঞ্জের আটিবাজারসহ বেশ কয়েকটি এলাকায় আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে বলা হয়, আমিন বাজার ডিআরএস থেকে হাজারীবাগ ডিআরএসগামী ১২”×১৫০ পিএসআইজি বিতরণ লাইনের সালেহপুর সংলগ্ন স্থানে লিকেজ মেরামতের কাজের জন্য মঙ্গলবার দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৯ ঘন্টা খোলামোড়া, আটিবাজার, কলাতিয়া, হজরতপুর ও মাঝেরচর এলাকায় বিদ্যমান সব শ্রেশির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
একইসময়ে এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
Discussion about this post