নিজস্ব প্রতিবেদক
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলম বলেছেন, বড় রাজনৈতিক দলগুলো যদি ছোট দলকে এগিয়ে যেতে না দেয়, তবে ধীরে ধীরে তারা স্বৈরাচারে পরিণত হবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করি ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর যে স্বপ্ন দেখেছিলাম তা যেন ঐক্যবদ্ধ থেকে পূর্ণ করতে পারি। রাজনৈতিক দলগুলোর মধ্যে মিউচুয়াল রেসপেক্ট থাকলে দেশ হবে অনবদ্য।
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ। হাসিনা এদেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানগুলোকে সংগঠিত করতে হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, হাসিনা পুলিশকে খুনি বানিয়েছে। তারা যেন কাজের মাধ্যমে তার গৌরব ফিরিয়ে আনে সে প্রত্যাশা থাকবে।
তিনি বলেন, আমরা যেন কোনো অপরাধীর জন্য সুপারিশ নিয়ে থানা কিংবা বিচারকের কাছে না যাই। খুনি হাসিনার বিচার ঐক্যবদ্ধভাবে করতে হবে।
এ সময় সরকারি কর্মকর্তাদের উদ্দেশে সারজিস আরও বলেন, আপনারা হাত পেতে জনগণের কাছ থেকে ঘুষ নেবেন না। প্রতিষ্ঠান সংস্কার সব রাজনৈতিক দলগুলো মিলে করতে হবে।
তিনি বলেন, যে যোগ্য সে জন্য সেসব পদে বসে, কোনো মাই ম্যান না।
এর আগে, বিকেল সোয়া ৪টার দিকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতাপাঠ, ত্রিপিটক, বাইবেল থেকে পাঠের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দলের অনুষ্ঠান শুরু হয়।
Discussion about this post