নিজস্ব প্রতিবেদক
পহেলা মার্চ ঢাকার লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় মূল অভিযুক্ত রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে লিখেছেন, লালমাটিয়ার উত্ত্যক্তকারী রিংকুকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, গত ১ মার্চ রাজধানীর লালমাটিয়ায় এনএইচএ টাওয়ারের কাছে দুই তরুণী হামলার শিকার হন। দুই তরুণীকে লাঞ্ছিত করার অভিযোগে রোববার রাতে রিংকুকে হেফাজতে নেন পুলিশ। লালমাটিয়া এলাকা থেকে রিংকুকে আটক করে হেফাজতে নেওয়া হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
লালমাটিয়ার ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে, ঘটনার প্রতিবাদও হয়েছে। ঘটনাকে ঘিরে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যে মানুষের ক্ষোভ, সমালোচনা আরও বেড়ে যায়।
Discussion about this post