নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জে দেবরের বিরুদ্ধে আপন ভাবিকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে।
দক্ষিণ কেরানীগঞ্জের কাওটাইল পূর্বপাড়ার মোঃ শাহিন ওরফে ঝামেলা (২২), পিতা-মোঃ নানটু মিয়ার বিরুদ্ধে মোছাঃ সীমা বেগম (৩০) উক্ত অভিযোগ করেছেন।
,অভিযােগ থেকে জানা যায়, আপন ভাই ভুক্তভোগীর স্বামী-মো: সোহাগ বিদেশ থাকায় জেল থেকে ছাড়া পেয়ে বাসায় এসে বিবাদী ১।মোঃ শাহিন ওরফে ঝামেলা (২২) ২। মোেছাঃ সুমি বেগম (৩০), স্বামী-হান্নান মিয়া, ৩। মোছাঃ শাহিনুর বেগম (৫২), স্বামী-মোঃ নানটু মিয়া পূর্ব বিরোধের জেরে ধরে উল্লেখিত বিবাদীরা গতকাল ১১ তারিখ দুপুর আনুমানিক আড়াইটার দিকে ঢাকা-জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কাওটাইল পূর্বপাড়া সাকিনস্থ বসত ঘরে অভিযুক্ত দেবর ঝামেলা অনধীকার প্রবেশ করে ভুক্তভোগী সীমা বেগমের বাড়ি -ঘর ভাংচুর করে।
প্রতিবাদ করিলে সকল বিবাদীরা সীমাকে মারধোর করে
জখম করে। বিবাদীরা ভুক্তভোগী সীমার শ্লীলতাহানী ঘটায়।
ভুক্তভোগির ডাক-চিৎকারে আশপাশের লাকজন আসলে বিবাদীরা সীমাসহ তার সন্তানদের জীবনে শেষ করিয়া ফেলার হুমকী দিয়া চলে যায়।
পরে অভিযুক্ত দেবর ঝামেলা শারীরিক মেলামেশা করার চেষ্টা করলে ঘটনার বিষয়ে আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করা হয়। এ বিষয়ে কেরানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
Discussion about this post