জাগতিক ও ঐশ্বরিক শক্তির অপূর্ব মেলবন্ধন ঘটিয়ে
ঝড়, ঝঞ্জা ও বহু চ্যালেঞ্জের বিভীষিকা পেরিয়ে
আমি এগিয়ে চলেছি উন্মুক্ত নীলাকাশের বুকে
বিরামহীন পৃথিবীর বৈচিত্রময় পথ-প্রান্তরে ।
ধীরে ধীরে উন্মোচিত হয়েছে অভাবনীয় সাফল্য
উদ্ভাসিত হয়েছে, অযাচিত স্বপ্নের ভুবন
যে ভুবনে একটু একটু করে পা রেখে
বহুমাত্রিক স্বপ্নের ঐকান্তিক লীলাখেলা দেখে
আমি এগিয়ে চলেছি আবেগী ও আপ্লুত হৃদয়ে,
প্রশান্তির অচিন্ত্যনীয় ভুবনে,
ভাবনার অনন্ত যৌবনে
আনমনে।
Discussion about this post